How To Install Kali Linux On VirtualBox 2022 - AuthenticFly

 হ্যাকিং নিয়ে কাজ করতে চান কিন্তু আপনার সিস্টেমে Kali Linux Download করা নেই, কথাটা মোটেই মানানসই নয়। আজকের Tutorial এ আপনি কিভাবে আপনার সিস্টেমে Virtual Box এর ভিতর Kali Linux Download করতে হয় তা শিখবেন। 

আজকের Tutorial এ আমরা দেখাবো কিভাবে আপনি আপনার Windows Operating System এর সাথে Kali Linux ও চালাতে পারবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক।  

How To Install Kali Linux On VirtualBox 2022

Kali Linux হলো Hacker ও Security Specialist দের জন্য Linux Distribution এর সেরা একটি Operating System. প্রায় ৬০০+ টুলস কালি লিনাক্সে Pre-Installed থাকে। আরো হাজারো টুলস আপনি নিজে Install করে নিতে পারবেন। 

আপনি চাইলে আপনার Existing Operating System সরিয়ে শুধু Kali Linux ও রাখতে পারেন, কিন্তু Virtual Box এ Download করলে আপনি আপনার Windows/Mac এর সাথে চাইলে Normal Application গুলোর মতো করেও চালাতে পারবেন Kali Linux কে। সুতরাং অবশ্যই Kali Linux Virtual Box এ ব্যাবহার করাটাই শ্রেয়। 

how to install kali linux on virtualbox - authenticfly

How To Install Kali Linux On VirtualBox:

আমি এই Tutorial এ Kali Linux Install করার জন্য VirtualBox ব্যবহার করবো, আপনি চাইলে VMWare ও ব্যবহার করতে পারেন।

Virtual Box সম্পূর্ণ Free এবং এই Virtualization Application টি Personal বা Professional দুই ভাবেই ব্যবহার করা যায়। এটি সম্পূর্ণ Open Source Application. তো চলুন আর দেরি না করে কিভাবে Virtual Box এ Kali Linux Install করতে হয় তা শুরু করে দেই।

Step By Step Guide To Install Kali Linux On Virtual Box:

সবার আগে আমাদের Virtual Box টি Install করে নিতে হবে। এর Download Link টি আমরা Oracle এর Official Website এ পেয়ে যাবো বা এখানে ক্লিক করেও আপনারা Download টি করতে পারেন।

virtual box installation - authenticfly

আশা করি আপনারা Virtual Box টি Download করে নিয়েছেন। এবার Kali Linux ISO File Install করার পালা। নিচের Section এ ভালো ভাবে লক্ষ্য করুন।

Download ISO File Of Kali Linux:

Kali Linux এর ISO ফাইল টা Download করতে আমরা Kali Linux এর Official Website এর Get Kali Page এ যাবো। অথবা আপনাদের সুবিধার জন্য আমি Download Link টি এখানে দিয়ে দিচ্ছি। এই লিংকে ক্লিক করলে Kali Linux এর ISO File টি Download হওয়া শুরু হয়ে যাবে।

Kali linux iso file - authenticfly

অথবা Kali Linux এর Official Page এ গেলে দেখতে পারবেন যে VM'S এর Option টাতে ২ টি Option আছে। আপনারা ২য় Option টির লাল কালি দিয়ে Mark করা Download Button এ ক্লিক করে Kali Linux এর ISO File টি Download করে নিতে পারবেন। 

এই ফাইল টি প্রায় 3.7 GB. এটি Download হয়ে গেলে দেখবেন যে একটি .ova Extension File Download হয়েছে। ওটিই আমাদের Kali Linux এর ISO File. 

আমাদের প্রায় ৬০% কাজ শেষ। এর পরের কাজ গুলো একবার দেখলেই আপনারা পেরে যাবেন। কিন্তু পরবর্তী কাজ গুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং খুব ভালো ভাবে লক্ষ্য করে দেখে তারপর আপনার System এ Apply করুন।

Install Kali Linux On VirtualBox:

এতক্ষণ তো আমরা সব কিছু Download করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের Kali Linux এর ISO File টাকে Virtual Box এ Implement করা। তো চলুন দেখি কিভাবে ISO File VirtualBox এ Import করতে হয়। 

Step 1: প্রথমে আমাদের Install করা VirtualBox টি Open করে নিন। তারপর নিচের ছবি টিতে দেখানো Import Button এ Click করুন।

import kali linux on virtualbox

  
Step 2: এবার File Select এর জন্য একটি বক্স আসবে। কিছুক্ষণ আগে আমাদের Install করা .ova ফাইল টি খুজে এখানে Select করে দিন। তারপর Next Button টি তে Click করে দিন।


Step 3: এবার আপনাকে অনেক গুলো Settings দেখানো হবে। এগুলো চাইলে আপনি Change করতেও পারেন বা নাও করতে পারেন। Default Settings এ গেলে কোনো সমস্যা হবে না। আপনি একজন বিগেনার হিসেবে আমি আপনাকে Suggest করবো আপনি Default Settings গুলোই রাখুন। 

কিন্তু আপনি চাইলে নিচের দেওয়া ছবির মত করে আপনার Storage Drive Change করে নিতে পারেন।

kali linux iso import

ধরুন আপনার C: Drive এ তেমন যায়গা নেই, তাহলে আপনি আপনার D: Drive টাকে Select করে দিতে পারেন। 

Kali Linux ভালো ভাবে চালাতে হলে আপনার Selected Drive এ Minimum 20GB জায়গা খালি থাকতে হবে। আমি সাজেস্ট করবো Kali Linux এর জন্য 40 GB জায়গা খালি রাখার।

সব কিছু ঠিক করে তারপর Import Button এ ক্লিক করে দিন। তারপর নিচে দেওয়া ছবির মত করে আপনার Kali Linux ISO File টি Virtual Box এ Import হওয়া শুরু হবে।

kali linux iso file import on virtual box

কিছুক্ষন অপেক্ষা করুন ফাইল টি Import হওয়ার জন্য। তারপর Step 4 Follow করুন।

Step 4: এবার লক্ষ্য করে দেখুন যে, আপনার Virtual Box এর Sidebar এর Tools Section এর নিচে Kali Linux এর একটি সেকশান চলে এসেছে। সুন্দর করে ওই সেকশানে একটি ক্লিক করে দিন। তারপর নিচে দেখানো ছবি টির মত করে Start Button টি Click করুন। Ohhh Finally, আমাদের কালি লিনাক্স Installation সফল হয়ে গিয়েছে।

kali linux login page

এরপর এমন একটি Login Page পাবেন আপনার Kali Machine এ। Username এর স্থানে "kali" এবং Password এর স্থানে "kali" লিখে Login করে ফেলুন। 

অতপর Install হয়ে গেলো আমাদের সবার প্রিয় Kali Linux.

ভিডিও রেফারেন্সের জন্য নিচের দেওয়া ভিডিও টি দেখতে পারেন।



আশা করি আপনার সিস্টেমে Kali Linux Install করতে কোনো সমস্যার সম্মুখীন হবেন না যদি এই ব্লগটি পড়ে থাকেন। তারপর ও যদি কোনো সমস্যার সম্মুখীন হন তো কমেন্ট সেকশানে আপনার সমস্যার কথা উল্লেখ করে দিতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই সমাধান দেখিয়ে দিবো। 

আর ব্লগ টি পড়ে ভালো লাগলো কি না অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট সেকশানে। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বা কলিগদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Post a Comment

4 Comments

  1. The blog was very helpful and i have successfully installed my kali linux❤️

    ReplyDelete
  2. How to hack a wifi password?
    Please write a article on it.

    ReplyDelete
    Replies
    1. Hello reader, I am glad to that, you are requesting us to publish something. we already write two article on "How to hack wifi password in 2022". you can read those by searching on our blog posts. Thank you for staying with us🖤

      Delete

Ad Code