আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আমাদের আগের ব্লগ টিতে আমরা দেখেছি যে কিভাবে Aircrack-ng Tools টি দিয়ে কোনো Wifi Password হ্যাক করতে হয়। সেখানে আমাদের কে অনেকগুলো Command, Instruction আরো অনেক কিছু দিতে হয়। যা Normally অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
How To Hack Wifi Password Using Wifite
কিন্তু আজকে আপনাদের জন্য এমন একটু Tools নিয়ে এসেছি যার মাধ্যমে শুধু মাত্র একটি কমান্ডের মাধ্যমে আপনি Wifi Password হ্যাক করে ফেলতে পারবেন। এই Tool টির নাম হচ্ছে Wifite. তো চলুন আর দেরি না করে শুরু করা যাক।
আজকের Wifi Hacking Using Wifite এর পুরো Process টা আমাদের কালি লিনাক্সে পরিচালনা করবো। তাই যাদের সিস্টেমে Kali Linux Download করা নাই তারা নিচের লিংকটিতে গিয়ে কিভাবে VirtualBox এ কালি লিনাক্স Download করতে হয় তা দেখে Download করে নিন।
Requirements:
- Kali Linux
- Wifite Tool
- Wireless Adapter (Monitor Mode Supported)
- Internet Connection
Wifite Tool Installation:
Wifite Tool টি আপনার কালি লিনাক্সে ২ ভাবে Install করতে পারেন।
- apt-get install wifite or,
- git clone https://github.com/derv82/wifite.git
আমি Suggest করবো সরাসরি apt-get install এর মাধ্যমে Install করতে। কেননা এতে অন্য কোনো ঝামেলা হওয়ার চিন্তা নেই।
এবার আমরা সরাসরি আমাদের Kali Machine এ চলে যাই। Kali Linux এ যাওয়ার পর নতুন একটি Terminal খুলে নেই। এবার নিচে দেওয়া কোড টি Copy করে বা নিচে দেওয়া Code টি আপনার Terminal এ লিখে Enter দিন।
- wifite --kill
এখানে --kill parameter টি আমাদের interface এ চলমান অন্যান্য Service গুলোকে বন্ধ করে দিবে যেন Wifite এর Process টি চলার সময় কোনো বাধার সৃষ্টি না হয়।
এবার Wifite Tool টি আমাদের আশে পাশে থাকা Range এর মধ্যের সকল Wifi network এর একটি লিস্ট বানাবে। লিস্ট চলমান সময়ে আপনার কাছে যদি মনে হয় যে আর কোনো Wifi Network বের করতে পারবে না Tool টি তখন আপনি CTRL+C চেপে Wifi Network Discovery Process টি বন্ধ করে দিবেন। শুধু মাত্র একবার ই চাপবেন CTRL+C. একের অধিক CTRL+C দিলে পুরো Process টাই বন্ধ হয়ে যাবে।
যাই হোক Wifi Network Discovery বন্ধ হওয়ার পর নিচের ছবির মত আপনাকে Target Wifi Network সিলেক্ট করার জন্য বলা হবে।
এবার এখান থেকে আপনি এক বা একের অধিক অথবা সবগুলো Wifi Network কে Target হিসেবে সিলেক্ট করতে পারবেন। এর জন্য আপনাকে Wifi Network গুলোর ক্রমিক নাম্বার (Left Side) গুলো দিতে হবে।
ধরুন আমি "Kalidash" Wifi Network টি কে Target হিসেবে নিবো। তো আমাকে 3 দিতে হবে Target Selection এ। আমি যদি সবগুলো Wifi Network কে Target হিসেবে নিতে চাই তাহলে শুধু "all" লিখে দিতে হবে। একের অধিক Target Select করতে চাইলে "," দিয়ে নাম্বার গুলোকে আলাদা করে লিখবো।
আমাদের আর কোনো কাজ নেই। এবার সব কাজ Wifite Tool টি ই করবে। যদি Tool টি কোনো Password খুজে পায় তাহলে নিচের ছবির মত করে দেখাবে।
অতপর আমাদের Targeted Wifi Network টি সফল্ভাবে হ্যাক হয়ে গিয়েছে। এখন শুধু ওই Network এর সাথে কানেন্ট হওয়ার দেরি।
Wifite Tool টি যতো গুলো Wifi Password হ্যাক করতে সক্ষম হয় সব গুলোর পাসওয়ার্ড cracked.json নামক একটি ফাইলে save করে রাখে। পরবর্তীতে আপনি যদি পাসওয়ার্ড দেখতে চান তাহলে আপনার /home/kali directory তে গেলেই আপনি cracked.json ফাইল টি পেয়ে যাবেন।
Conclusion:
সর্বশেষ এটাই বলতে চাই যে, বিনা অনুমতিতে কারো wifi network hack করা দণ্ডনীয় অপরাধ। এই ব্লগ টি শুধু মাত্র Educational Purpose এ লেখা। কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো Error দেখা দিলে কমেন্ট করতে ভুলবেন না। ইনশাল্লাহ পুরোপুরি Help করার Try করবো।
ব্লগ টি পড়ে উপকৃত হলে নিচের দেওয়া Social Button গুলোর মাধ্যমে আপনার বন্ধু বা কলিগ দের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।
0 Comments